হাসিনার সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮ হিসাব অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আরেক আদেশে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন ও ছেলে জাকির হোসেন জুমনের নামে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা থাকা বিভিন্ন ব্যাংকের ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন।
সালাহ উদ্দিন মিয়াজী পরিবারের মামলায় দুদকের উপপরিচালক রেজাউল করিম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আদালতে।
আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধামে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলপূর্বক যশোর জেলার চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণ ও দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলসহ নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।
আর শাহাব উদ্দিন পরিবারের মামলায় দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে আটটি ব্যাংক হিসাব পাওয়া যায়। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ১৪ জানুয়ারি শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএস/মোআ)

মন্তব্য করুন