টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, মানব পাচারকারী চক্রের দুইজন গ্রেপ্তার

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে টেকনাফ ২ বিজিবির অভিযানে এদের আটক করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় কিছুদিন ধরে একটি চক্র অবৈধভাবে রোহিঙ্গাদের পাচার করে এফডিএমএন ক্যাম্পে পাঠাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরবর্তীতে রাতভর বিশেষ অভিযানে দুইজন মানব পাচারকারী ধরা পড়ে।
আটককৃতরা হলো—সামছুল আলম ও আলমগীর হোসেন (জাবেদ)। তাদের দু'জনের বিরুদ্ধে পৃথক দু'টি করে মামলা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারের পাশাপাশি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
বিজিবি জানায়, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচার চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন