সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর, সৌদিয়া ফ্লাইটে ৫০% পর্যন্ত ছাড়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১২:০৩
অ- অ+

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে বিশেষ ছাড় ঘোষণা করেছে। রাউন্ড-ট্রিপ এবং ট্রানজিট ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই ছাড় ব্যবসা শ্রেণি এবং সাধারণ যাত্রী উভয়ের জন্য প্রযোজ্য।

টিকিট বুক করা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয়কেন্দ্র থেকে। অফার অনুযায়ী বুকিং করতে হবে ১৭ থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

ট্রানজিট যাত্রীরা সৌদিয়ার ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে তারা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা থাকতে পারবেন। এই সময়ের মধ্যে তারা ওমরাহ পালন করতে এবং দেশ ভ্রমণ করতে পারবেন।

বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিমান সংস্থার বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগে ৫ হাজার ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের, ভিপি পদে আবিদুল ইসলাম ও জিএস তানভির বারী
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল
সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ আল ফারুক বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা