কাবুলে ইরান ফেরত আফগানদের বহনকারী যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি ইরান থেকে কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। তাঁর দাবি, বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
খারাপ সড়কের কারণে আফগানিস্তানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। গত বছরের ডিসেম্বরে দুটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন মারা যান।
প্রতি বছর সংঘাত, নিপীড়ন, দারিদ্র্য ও বেকারত্বের কারণে বিপুল সংখ্যক আফগান ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকে পড়েন। অনেকেই নির্মাণশিল্পসহ নগরীর বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, শুধু এ বছরের জুনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফেরত এসেছেন। ইরান সরকার ৬ জুলাইয়ের মধ্যে অনিবন্ধিত শরণার্থীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল।
এই ফেরত যাত্রা আফগানিস্তানের জন্য নতুন সংকট তৈরি করছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। পাকিস্তান ও ইরান থেকে ব্যাপক হারে আফগান শরণার্থী ফেরত আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন