টিসিএল পণ্য বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১০:১৫| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:৪৯
অ- অ+

দেশীয় শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং টিসিএল-এর মধ্যে একটি ট্রেডমার্ক লাইসেন্স সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে একমাত্র মিনিস্টার-মাইওয়ান গ্রুপই বাংলাদেশে বিশ্ববিখ্যাত বহুজাতিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএল ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, সিলিং ফ্যান, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও হাউজ হোল্ড পণ্য উৎপাদন ও বাজারজাত করার আনুষ্ঠানিক অনুমোদন পেলো। এর ফলে এখন থেকে টিসিএল-এর পণ্য মিনিস্টার-মাইওয়ানের প্রতিটা শো-রুমে পাওয়া যাবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু এবং টিসিএল-এর পক্ষে মেসার্স শাহনূর ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী নুর-ই-আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন দুই পক্ষেরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রমুখ।

চুক্তি স্বাক্ষর শেষে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে দিলরুবা তনু বলেন; আমাদের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে আমরা টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যকে বাংলাদেশের বাজারে আরও জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবো।

অন্যদিকে নুর-ই-আলম বলেন; বাংলাদেশের বাজারে ‘মিনিস্টার-মাইওয়ান গ্রুপ যে আস্থা, সুনাম ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে তা সত্যিই অনন্য। তাদের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উদ্ভাবনি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং মানসম্পন্ন সেবা প্রদানের অঙ্গীকার টিসিএল-এর কাছে অত্যন্ত প্রশংসনীয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই চুক্তি বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। টিসিএল ও মিনিস্টার একসাথে দেশের গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি, বিশ্বমানের পণ্য ও সর্বোচ্চমানের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি ভোক্তারা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘টিসিএল’ ব্র্যান্ডের সকল ইলেকট্রনিক্স ও হাউজ হোল্ড পণ্য পাওয়ার সুযোগ পাবেন। একইসাথে এই উদ্যোগ স্থানীয় শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এখন থেকে বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করার একমাত্র বৈধ ও স্বীকৃত প্রতিষ্ঠান হলো মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারবে না।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর, সৌদিয়া ফ্লাইটে ৫০% পর্যন্ত ছাড়
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল
সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ আল ফারুক বরখাস্ত
সচিব হলেন আরও দুই কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা