একঝাঁক তারকার নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’

একঝাক জনপ্রিয় শিল্পীকে নিয়ে বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। গতকাল ১৯ আগস্ট থেকে নাটকটির প্রচার শুরু হয়েছে। এটি সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে।
নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয়ে রয়েছেন—আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনি এবং আরও অনেকে।
‘গিট্টু’র গল্প আবর্তিত হয়েছে খন্দকার পরিবার ও মির্জা পরিবারকে ঘিরে। একসময় দুই পরিবারের প্রধান বন্ধু ছিলেন। ব্যবসায়িক কারণে তৈরি হওয়া দ্বন্দ্ব তাদের সম্পর্ককে শত্রুতায় রূপ দেয়। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুলও একে অপরকে সহ্য করতে পারে না।
কাহিনীতে দেখা যায়, এলাকায় দেয়ালে রাতুল-মিতার নাম লিখে রাখা হলে শুরু হয় নানা ভুল বোঝাবুঝি। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে হাস্যরসাত্মক নানা সংঘাত তৈরি হয়। তবে নাটকের ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন মোড়—আসলে মিতা ও রাতুল একে অপরকে ভালোবাসে। পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু সেজে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
গল্পে হাস্যরস বাড়াতে হাজির হয় দুই দারোয়ান বকুল ও মুকুলের চরিত্র, যারা আত্মীয় হলেও বিপরীত পরিবারের হয়ে কাজ করে। তাদের প্রায়ই মারামারি করতে দেখা যায়, তবে শেষে আত্মীয়তার কারণে মিটমাট করে নেয়।
রচয়িতা সুস্ময় সুমন বলেন, “গল্পের প্রতিটি চরিত্র দর্শকদের বিনোদন দেবে। মজা আর হাস্যরসের মাধ্যমে দর্শকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে বিশ্বাস করি।”

মন্তব্য করুন