একঝাঁক তারকার নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১৪:২০| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪:৫০
অ- অ+

একঝাক জনপ্রিয় শিল্পীকে নিয়ে বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। গতকাল ১৯ আগস্ট থেকে নাটকটির প্রচার শুরু হয়েছে। এটি সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে।

নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয়ে রয়েছেন—আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনি এবং আরও অনেকে।

বৈশাখী টিভি প্রযোজিত নাটকটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। চিত্রগ্রহণ করেছেন রফিকুল ইসলাম ও শামসুল ইসলাম লেলিন। সংগীত পরিচালনা করছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল।

‘গিট্টু’র গল্প আবর্তিত হয়েছে খন্দকার পরিবার ও মির্জা পরিবারকে ঘিরে। একসময় দুই পরিবারের প্রধান বন্ধু ছিলেন। ব্যবসায়িক কারণে তৈরি হওয়া দ্বন্দ্ব তাদের সম্পর্ককে শত্রুতায় রূপ দেয়। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুলও একে অপরকে সহ্য করতে পারে না।

কাহিনীতে দেখা যায়, এলাকায় দেয়ালে রাতুল-মিতার নাম লিখে রাখা হলে শুরু হয় নানা ভুল বোঝাবুঝি। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে হাস্যরসাত্মক নানা সংঘাত তৈরি হয়। তবে নাটকের ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন মোড়—আসলে মিতা ও রাতুল একে অপরকে ভালোবাসে। পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু সেজে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

গল্পে হাস্যরস বাড়াতে হাজির হয় দুই দারোয়ান বকুল ও মুকুলের চরিত্র, যারা আত্মীয় হলেও বিপরীত পরিবারের হয়ে কাজ করে। তাদের প্রায়ই মারামারি করতে দেখা যায়, তবে শেষে আত্মীয়তার কারণে মিটমাট করে নেয়।

রচয়িতা সুস্ময় সুমন বলেন, “গল্পের প্রতিটি চরিত্র দর্শকদের বিনোদন দেবে। মজা আর হাস্যরসের মাধ্যমে দর্শকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে বিশ্বাস করি।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
ঢাকা কাস্টমসের দুই কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও দুর্নীতির অভিযোগ
শকুনিরা দেশের মানচিত্র খুবলে খাওয়ার চেষ্টা করেছে: রিজভী
চূড়ান্ত খসড়ার ওপর এবি পার্টির মতামত জমা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা