জাতীয় ঐকমত্য কমিশন

চূড়ান্ত খসড়ার ওপর এবি পার্টির মতামত জমা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১৬:৩৪| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৪৩
অ- অ+

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাবের ওপর দলীয় মতামত জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তাতে তারা কয়েকটি বিষয়ে মতামত ও পুনর্বিবেচনার প্রস্তাব করে অন্য প্রায় সব বিষয়ে একমত পোষণ করেছে।

ঐকমত্য কমিশনে পাঠানো চূড়ান্ত মতামতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে এবি পার্টি।

বুধবার (২০ আগস্ট) বিকালে মতামতের কপি কমিশনের কাছে পাঠানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানায়, পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া (সংশোধিত) প্রস্তাবের প্রারম্ভিক বক্তব্য এবং অনুচ্ছেদ ১-৪ এ এবি পার্টির মতামতের অনেকাংশ প্রতিফলিত হয়েছে।

অনুচ্ছেদ ৫-এর ১-২০ পর্যন্ত কোনো আপত্তি না থাকলেও ২১-এ এক কক্ষের আইনসভা নিয়ে এবি পার্টি প্রাথমিক অবস্থান পরিবর্তন করে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।

তবে তারা প্রস্তাব করেছে, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনের পদ্ধতি প্রয়োগ না হলে নিম্নকক্ষে প্রাথমিকভাবে ১০০ আসনে এই পদ্ধতি চালু করা যেতে পারে।

এই পদ্ধতিতে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন করা হবে, যা একটি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র গড়ে তুলার সূচনা করবে বলে দলটি মনে করে।

২২ থেকে ২৯ পর্যন্ত এবি পার্টির আপত্তি নেই।

প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদ ৩০(৩)-এ আপত্তি জানিয়েছিল এবি পার্টি। তাই এটি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে মতামতে।

এরপর অনুচ্ছেদ ৩১-৮৪ পর্যন্ত কোনো আপত্তি নেই এবি পার্টির।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামার অনুচ্ছেদ-৮ এর সঙ্গে দলটি দৃঢ়ভাবে একমত পোষণ করেছে। তবে তারা সুস্পষ্টভাবে একটি তালিকা প্রস্তুত করার পরামর্শ দিয়েছে, যাতে অবিলম্বে বাস্তবায়নযোগ্য ও অযোগ্য প্রস্তাবগুলো আলাদা করা যায়।

জুলাই জাতীয় সনদে উল্লেখিত সংবিধান সংক্রান্ত সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা যায় কি না সে বিষয়ে সরকারকে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১০৬ এর অধিক্ষেত্র অনুযায়ী পরামর্শ চাওয়ার প্রস্তাব দিয়েছে এবি পার্টি।

দলটি মনে করে, আপিল বিভাগ যদি নাগরিকদের অভিপ্রায় সুস্পষ্টকরণের জন্য একটি গণভোট আয়োজন জরুরি মনে করে তবে তাতে আর বাধা থাকবে না। গণভোটে সংবিধান সংস্কার বিষয়ে আইনগত ও রাজনৈতিক বৈধতা দেবে।

জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা ও আইনগত ভিত্তি দেওয়া এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের বৈঠক অনতিবিলম্বে শুরু হওয়া প্রয়োজন বলে মত দিয়েছে এবি পার্টি। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ওপর ভিত্তি করে অনুষ্ঠানের দাবি জানিয়েছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ‘স্বর্গে’ যাবেন ট্রাম্প !
গুঁড়িয়ে দেয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিলাসবহুল বাংলোবাড়ি
ভারতে আ.লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১৬৭ জনের বেশির ভাগের মাথার খুলি ছিল না: ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা