হলিক্রস গার্লস স্কুলের প্ল্যাটিনাম জুবিলি, মেঘনা ব্যাংকের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

সম্প্রতি হলিক্রস গার্লস হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলির রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন পার্টনার এবং সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্কুলের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার পুষ্প তেরেজা গমেজ, সিএসসি, এরিয়া কোঅর্ডিনেটর, এরিয়া অব এশিয়া সিস্টার্স অব দ্য হলিক্রস; সিস্টার পলিন গমেস, সিএসসি, চেয়ারপারসন, স্কুল ম্যানেজিং কমিটি; সিস্টার কল্পনা কস্তা, সিএসসি, প্রধান শিক্ষিকা; সিস্টার সেশন্তি নকরেক, সিএসসি, সহকারী প্রধান শিক্ষিকা; শিক্ষক প্রতিনিধি রোজদিন সারা, কনভেনার, ৭৫ বছর জুবিলি কমিটি, শাম্মি রায়হান, শিক্ষক প্রতিনিধি, ম্যানেজিং কমিটি, হলিক্রস গার্লস হাই স্কুল এবং স্কুলের সকল শিক্ষক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), মো. ছাদেকুর রহমান এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), সজীব কুমার সাহাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
একটি চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক এমন উদ্যোগকে সমর্থন এবং অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।–বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন