ডিএমপির সাবেক এডিসি নাজমুল ইসলাম চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১৫:২৬| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:০৩
অ- অ+

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে কর্মস্থলে উপস্থিত হননি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা আপিল) বিধিমালা, ২০১৮-এর () () ধারা অনুসারে নাজমুল ইসলামঅসদাচরণ পলায়ন”–এর অভিযোগে অভিযুক্ত থাকায় বিধি ১২ উপবিধি () অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে মির্জা ফখরুল
রবি এলিট গ্রাহকদের জন্য স্যাভয় আইসক্রিমে সর্বোচ্চ ১৫% ছাড়
৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
ঢাকা কাস্টমসের দুই কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও দুর্নীতির অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা