ডিএমপির সাবেক এডিসি নাজমুল ইসলাম চাকরি থেকে বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে কর্মস্থলে উপস্থিত হননি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুসারে নাজমুল ইসলাম “অসদাচরণ ও পলায়ন”–এর অভিযোগে অভিযুক্ত থাকায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম)

মন্তব্য করুন