বন্ধু-আত্মীয় টাকা ফেরত দিচ্ছে না? কী করবেন জানুন

টাকা বা জিনিস ধার দেওয়া যত সহজ, ফেরত পাওয়া ততটাই কঠিন। অনেক সময় বন্ধু, আত্মীয় কিংবা সহকর্মী ধার নিলেও ফেরত দেওয়ার সময় গড়িমসি করেন। সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সরাসরি চাইতেও আমরা সংকোচ বোধ করি। তবে কিছু কৌশল মেনে চললে অস্বস্তি ছাড়াই পাওনা ফেরত পাওয়া সম্ভব।
স্পষ্টভাবে কথা বলুন
সময়সীমা পেরিয়ে গেলেও ধার ফেরত না দিলে সরাসরি ও দৃঢ়ভাবে গ্রহীতাকে বিষয়টি মনে করিয়ে দিন। সামনাসামনি বা মোবাইল ফোনে টাকার কথা উল্লেখ করলে অনেক সময় মানুষ ভুলে গেলে স্মরণে আসে। অযথা ঝগড়াঝাঁটি না করেই বিষয়টি পরিষ্কারভাবে বলা সবচেয়ে ভালো পদ্ধতি।
সময়সীমা নির্দিষ্ট করে দিন
মনে করানোর পরও যদি টাকা বা জিনিস ফেরত না দেন, তবে একটি নির্দিষ্ট তারিখ বেঁধে দিন। বোঝান যে ওই সময়ের মধ্যেই টাকা বা জিনিস ফেরত পাওয়া আপনার জন্য জরুরি। এতে তিনি চাপ অনুভব করবেন এবং শোধের চেষ্টা করবেন।
শোধের সহজ উপায় বলুন
অনেক সময় একসঙ্গে পুরো টাকা ফেরত দেওয়া ধারগ্রহীতার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে কিস্তিতে শোধের পরামর্শ দিন। মাসিক বা সাপ্তাহিক কিস্তির মতো অল্প অল্প করে ফেরত দিলে সুশৃঙ্খলভাবে টাকা ফেরত পাওয়া সহজ হয়।
লিখিত প্রমাণ রাখুন
বড় অঙ্কের টাকা বা মূল্যবান কোনো জিনিস ধার দিলে অবশ্যই লিখিত চুক্তি করুন। কাগজে ঋণ, শোধের শর্ত ও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকলে উভয়ের সই নেওয়া উচিত। এতে গ্রহীতা দায়িত্বশীল হবেন এবং আপনার পাওনা ফেরত পাওয়ার নিশ্চয়তা বাড়বে।

মন্তব্য করুন