মহাখালীর সাত তলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২টা ৩৭ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়। তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তখন বস্তিবাসী খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করেন।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম)

মন্তব্য করুন