শিক্ষার্থীদের নিয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুপ্রেরণামূলক উদ্যোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ১৮:৪০
অ- অ+

আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বাড়াতে `ইন্সপায়ারিং টুমোরো’স লিডার্স’ শীর্ষক এক গ্রুমিং সেশন পরিচালনা করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ইয়ুথ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভের আওতায় বুধবার (১৩ আগস্ট) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারসহ দীর্ঘ প্রায় ৩৮ বছরের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান, নৈতিকতা ও লিডারশিপ স্কিল তৈরি করতে অনুপ্রাণিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং খাত সম্পর্কিত আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ তৈরি, আর্থিক স্বাক্ষরতা ও ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এসব সেশনে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শেয়ার করে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের মানসিকতা তৈরিতে এবং ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন পুনর্বিন্যাস: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যাটজটে ভোগান্তি
চট্টগ্রাম-৫: বিএনপির মনোনয়ন লড়াইয়ে দুই পরিবারের ব্যারিস্টার সন্তান হেলাল-ফারজানা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ‘স্বর্গে’ যাবেন ট্রাম্প !
গুঁড়িয়ে দেয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিলাসবহুল বাংলোবাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা