আসন পুনর্বিন্যাস: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যাটজটে ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ২০:৩৯| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:৪৩
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিজয়নগর উপজেলার মানুষ।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০ থেকে বেলা একটা পর্যন্ত ৩ ঘণ্টা এ অবরোধ ও বিক্ষোভ চলে।

স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখন আবার বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্তের মাধ্যমে এই এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।

বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের অবস্থায় ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানান।

বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করা হয়। এই খবরে ক্ষোভে ফেটে পড়ে বিজয়নগর উপজেলাবাসী। ইউনিয়নগুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

আজকের মহাসড় অবরোধে উপস্থিত ছিলেন দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়া তালিকার ওপর ইতিমধ্যে দেড় হাজারের বেশি দাবি ও আপত্তি এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। ওই সব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ আগস্ট। এই চার দিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করার কথা।

নির্বাচন কমিশন সূত্রমতে, আগামী রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হবে। পরদিন সোমবার (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি এবং সবশেষ বুধবার (২৭ আগস্ট) রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আসনের দাবি-আপত্তি শুনানি করা হবে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির
প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাগুলো এক ছাদের নিচে আনার তাগিদ
চট্টগ্রাম-৫: বিএনপির মনোনয়ন লড়াইয়ে দুই পরিবারের ব্যারিস্টার সন্তান হেলাল-ফারজানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা