কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মনির। বুধবার উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, নির্বাচিত সরকারই দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারে, দেশের অর্থনীতি সচল রাখতে পারে এবং দেশের সংস্কার চালু রাখতে সক্ষম। এছাড়া ফ্যাসিস্ট সরকারের বিচারও সম্পন্ন করবে।
শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে ভোট রাতে আওয়ামী সরকারের দ্বারা জোরপূর্বক পরাজিত হন। আগামী সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/এলএম)

মন্তব্য করুন