পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে

বান্দরবানের থানচি মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 'বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫'—এর ফাইনাল।
বুধবার (২০ আগস্ট) বিকাল চারটা থেকে পাঁচটা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ খেলায় থানচি একাদশ ৩-১ গোলে বলিপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে জয়লাভের মধ্য দিয়ে থানচি একাদশ ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার অর্জন করে। রানার-আপ বলিপাড়া একাদশকেও পুরস্কৃত করা হয়। এছাড়া ম্যাচ পরিচালনাকারী রেফারিকে বিশেষ পুরস্কার দেন আয়োজকেরা।
প্রতিযোগিতা শুরুর পর ১০ আগস্ট থেকে থানচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলগুলো অংশ নেয়। ধাপে ধাপে খেলা শেষে ফাইনালে উঠে থানচি একাদশ ও বলিপাড়া একাদশ।
খেলার প্রধান অতিথি ছিলেন বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, 'ফুটবল একটি দলীয় খেলা। এখানে টিমওয়ার্কের প্রয়োজন হয়। যে দলের টিমওয়ার্ক যত ভালো, সেই দলের ফলাফল তত ভালো হয়। বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, স্থানীয় জনগণের কল্যাণ, ক্রীড়া, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও সংস্কৃতিতেও ভূমিকা রাখে।'
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সুস্থ বিনোদনের মাধ্যমে এ ধরনের আয়োজন তরুণদের অপরাধ ও মাদকের বাইরে রাখতে সহায়তা করে।
ফাইনাল খেলাকে ঘিরে বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। খেলোয়াড়দের পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
জোন কমান্ডার জহিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, আজকের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের সমন্বয়ে বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ অংশ নেওয়া হবে।

মন্তব্য করুন