প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাগুলো এক ছাদের নিচে আনার তাগিদ

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ২১:০৮| আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২২:০২
অ- অ+

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে তাদের প্রয়োজনীয় সেবাগুলো এক ছাদের নিচে আনতে হবে। আর এ জন্য কাজ করতে হবে অংশীজনদের। বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজঅ্যাবলড ডেভেলপমেন্ট ট্রাস্টের (বিডিডিটি) এক গোলটেবিল আলোচনায় এমনই অভিমত উঠে এসেছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে রংপুর নগরের ইএসডিও ট্রেনিং সেন্টারে রংপুর বিভাগের চার জেলার প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তাদের নিয়ে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, দেশের বেশির ভাগ প্রতিবন্ধী সেবাকেন্দ্রের নিজস্ব ভবন নেই। রয়েছে জনবল ও প্রশিক্ষকের অভাব। প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়েও সীমাবদ্ধতা রয়েছে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের পুরো সেবাটা এক ছাদের নিচে দিতে হবে। এ লক্ষ্যে কাজ করতে হবে স্টেক হোল্ডারদের।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা বলেন, প্রতিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রেই সবচেয়ে বেশি রোগী ফিজিওথেরাপির। কিন্তু কেন্দ্রগুলো সাহায্যবান্ধব নয়। অফিসগুলোতে সেবা দেওয়ার ক্ষেত্রে ফোকাল পারসনের অভাব প্রকট। তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে প্রচার-প্রচারণা বাড়ানোর তাগিদ দেন তারা।

গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, কেন্দ্রগুলো নির্মাণের সময় তার অবকাঠামো যেন প্রতিবন্ধীবান্ধব হয়, সেদিকে নজর দিতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের নাম করে অনেকে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে বলে অভিযোগ উঠে আসে অনেক আলোচকের বক্তবে। তারা আরও বলেন, সরকার থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতা দেয়া হয় তা তাদের কোনো কাজে আসে না। ভাতাপ্রথা বন্ধ করে তাদের পুনর্বাসনে কাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি প্রস্তাব করেন তারা।

বিভিন্ন প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তারা বলেন, দেশে ১২ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি থাকলেও সেবা মিলছে ৩-৪ ধরনের প্রতিবন্ধিতার। নারী থেরাপিস্ট না থাকায় নারী প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিতে পারছে না কেন্দ্রগুলো। জনবল ও সক্ষমতা না থাকায় পদে পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

এ ছাড়া মাঠ পর্যায়ে রয়েছে যথেষ্ট জনবলের অভাব। আর চাহিদা অনুযায়ী বিতরণ করা যাচ্ছে না প্রতিবন্ধী ব্যক্তিদের উপকরণ।

আলোচনায় অংশ নেন রংপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মর্কতা মাসুদ রানা, গাইবান্ধার প্রতিবন্ধী বিষয়ক কর্মর্কতা আক্তার হোসেন, কুড়িগ্রামের কনসালন্টেন ডা. মো. আরিফুল ইসলাম, নীলফামারীর প্রতিবন্ধী বিষয়ক কর্মর্কতা শাহজান আলী, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সভাপতি রোমেনা জামান, ব্রাক রংপুরের জেলা করডিনেটর এ কে এম জাহেদুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট রংপুর ইউনিটের কো-অর্ডিনেটর লিটন কুমার, ইএসডিও রংপুরের ট্রেনিং কো-অর্ডিনেটর শামসুল আলম, ক্লিফট বাংলাদেশের হাবিবুর রহমান, সাইটসেভারস রংপুর প্রতিনিধি শেখ আব্দুল করিম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আব্দুস সেলিম, দৃষ্টি রংপুরের এক্সিকিউটিভ আশিক ইকবাল।

কাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলের লরির ট্যাংকিতে লুকানো ছিল এক কোটির বেশি মূল্যের ভারতীয় মালামাল
পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে
জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা