জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ২২:২৬
অ- অ+

টেকনাফে জেলের বেশ ধরে ইয়াবা পাচারের সময় বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২০ আগস্ট) দুপুরে টেকনাফ ২ বিজিবির সদস্যরা উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে একটি সংঘবদ্ধ চক্র জেলের ছদ্মবেশে ইয়াবা ও রোহিঙ্গা পাচারের সঙ্গে জড়িত বলে সম্প্রতি গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবি নজরদারি জোরদার করে। দুপুরে দু'জন ব্যক্তি মাছ ধরার জাল নিয়ে নাইট্যংপাড়া ঘাট থেকে কেওড়া বাগানের দিকে আসতে দেখা যায়। তাদের থামাতে গেলে তারা জাল ফেলে পাহাড়ি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে জালের ভেতর দুটি প্লাস্টিক প্যাকেটে বিশেষভাবে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, 'মানব ও মাদক পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।'

এর আগে গতকাল (মঙ্গলবার) দুপুরে বিজিবি-২ নাফনদীতে অভিযান চালিয়ে একলাখ পিস ইয়াবা উদ্ধার করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলের লরির ট্যাংকিতে লুকানো ছিল এক কোটির বেশি মূল্যের ভারতীয় মালামাল
পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির
প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাগুলো এক ছাদের নিচে আনার তাগিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা