হবিগঞ্জে অভিনব কায়দায় চোরাইপণ্য জব্দ

তেলের লরির ট্যাংকিতে লুকানো ছিল এক কোটির বেশি মূল্যের ভারতীয় মালামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ২৩:০৩
অ- অ+

হবিগঞ্জে অভিনব কায়দায় তেলের লরির ভেতরে পাচারকালে প্রায় সোয়া এক কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। দুপুরে একটি তেলবাহী লরিকে থামার সংকেত দিলে চালক লরিটি ফেলে পালিয়ে যায়। পরে লরির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস—ফেসওয়াশ, সানরাইজ স্কিন ক্রীম, ক্লোপ-জি ক্রীম—এবং ভারতীয় জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকারও বেশি।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করছে। এবার তারা তেলের ট্যাংকির ভেতরে মালামাল ভরে পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবি চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে। তিনি আরও বলেন, যত কৌশলই অবলম্বন করা হোক, বিজিবি চোরাকারবারিদের প্রতিহত করবে।

জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে
জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির
প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাগুলো এক ছাদের নিচে আনার তাগিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা