হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৪:৩৫| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৬:১৫
অ- অ+

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে নেমেছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশইন ও মিথ্যা প্রপাগান্ডায় ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ভারত।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন, লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন—এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে।

রাশেদ প্রধান বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, ‘আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’

(ঢাকাটাইমস/২১ আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীগঞ্জে সিএনজি স্টেশনে আগুন, আহত ১০, ক্ষতি ২০ কোটি টাকার 
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা