নবীগঞ্জে সিএনজি স্টেশনে আগুন, আহত ১০, ক্ষতি ২০ কোটি টাকার 

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৬:২৯
অ- অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নয়টি সিএনজি অটোরিকশা, একটি বাস দুটি মোটরসাইকেলসহ প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার আউশকান্দি এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি পুরনো বাসে গ্যাস ভরার সময় হঠাৎ ধরে যায়। মুহূর্তেই তা আশপাশে রাখা গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, যে বাসে গ্যাস ভরা হচ্ছিল, সেটি পুরোনো ছিল। রিফিল করার সময় বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এতে একটি বাস, নয়টি অটোরিকশা দুটি মোটরসাইকেল পুড়ে যায়।

তবে রিফুয়েলিং স্টেশনের মূল গ্যাসের মজুতে আগুন না পৌঁছায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ী স্টেশন মালিক বলেন, হঠাৎ আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে গাড়ি সরানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে পুড়ে যাওয়া যানবাহনের মালিকদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। স্টেশন মালিক জানান, অগ্নিকাণ্ডের ফলে তার প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা
৫০০ বাংলাদেশিকে অবৈধভাবে ইতালি পাঠানোর চেষ্টা করেন শাখাওয়াত, অবশেষে সিআইডির হাতে গ্রেপ্তার
প্রাপ্তির লোভে তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী
খিলগাঁওয়ে দস্যুতার চেষ্টা: প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা