নিবন্ধনের আবেদন নামঞ্জুর হওয়া ১২১ দলকে চিঠি দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৭:২০| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:২৯
অ- অ+

রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়া ১২১টি দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিদে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেওয়া হয়। বাকি ৫৯টি দল আগামী সপ্তাহের মধ্যে একই চিঠি পাবে।

তবে সবার চিঠিই আজকের তারিখে ইস্যু করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্।

ইসির কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। তবে আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৮৪টি দল কাগজপত্রের ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়।

কিন্তু সব আবেদন চূড়ান্ত যাচাই শেষে দেখা যায়, ১২১টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে প্রাথমিক বাছাই পর্যায়েই তাদের আবেদন নামঞ্জুর করা হয়।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তরকে ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল 
নির্বাচনের রোডম্যাপ আগামী রবি-সোমবার প্রকাশ
ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল
পলাতক আ.লীগের রাজনীতির কেন্দ্র নিউ টাউন, ক্ষমতা পুনরুদ্ধারের ছক কষছেন নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা