নিবন্ধনের আবেদন নামঞ্জুর হওয়া ১২১ দলকে চিঠি দিচ্ছে ইসি

রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়া ১২১টি দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিদে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেওয়া হয়। বাকি ৫৯টি দল আগামী সপ্তাহের মধ্যে একই চিঠি পাবে।
তবে সবার চিঠিই আজকের তারিখে ইস্যু করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্।
ইসির কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। তবে আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৮৪টি দল কাগজপত্রের ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়।
কিন্তু সব আবেদন চূড়ান্ত যাচাই শেষে দেখা যায়, ১২১টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে প্রাথমিক বাছাই পর্যায়েই তাদের আবেদন নামঞ্জুর করা হয়।
বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

মন্তব্য করুন