খিলগাঁওয়ে দস্যুতার চেষ্টা: প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৮:০৩| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৪৮
অ- অ+

রাজধানীর খিলগাঁও এলাকায় দস্যুতার চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও ধাতব চাকু উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও থানাধীন ৭২১/১-এ/সি ব্লক-সি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন।

জানা গেছে, ভুক্তভোগী মো. রাসেল খান (২২) পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো ওইদিনও অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে আসামিরা তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৪৭) দিয়ে রাসেল খানের অটোরিকশাকে থামিয়ে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় খিলগাঁও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি সাদা রঙের টয়োটা করোলা-জি প্রাইভেটকার ও একটি ধাতব চাকু জব্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি দস্যুতার চেষ্টা মামলা রুজু করেছেন।

ওসি মো. দাউদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল ইসলামী ব্যাংকের সাসটেইনেবল রেটিংয়ে সম্মাননা অর্জন
কেন্দ্রীয় ব্যাংকের টেকসই ব্যাংক রেটিং ২০২৪-এ সিটি ব্যাংক শীর্ষে
পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার উদ্বোধন
লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা