উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করেছে। একইসঙ্গে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে।
আবহাওয়া অফিসের তথ্যানুসারে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন