উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১২:০৪| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৭
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করেছে। একইসঙ্গে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে।

আবহাওয়া অফিসের তথ্যানুসারে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা হাইকোর্টের
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩
গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমিতির পরিচালকদের বিরুদ্ধে সিআইডির মামলা
গণঅভ্যুত্থানকালের মামলার তদন্তে অগ্রগতি: ২৬টির চার্জশিট দাখিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা