আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১২:২৪| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৯
অ- অ+

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এদিন সকালে গ্রেপ্তার ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক রয়েছেন। তাদের পক্ষেও ইতোমধ্যে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন গত ২ জুলাই ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর আগে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আশুলিয়ায় ধারাবাহিকভাবে ৭ জনকে হত্যা করা হয়। এর মধ্যে পাঁচজনের মরদেহ এবং জীবিত একজনকে ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস পেলেন
হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান
‎বিস্ফোরক আইনের মামলায় ‎মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা