মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ০৮:০৩| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:২০
অ- অ+

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকামুখি লেনে চলাচলরত প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় উল্টে যায়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ পথে লিবিয়ায় যাওয়া ১৭৫ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধ নিয়ে যা জানাল দিল্লি
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত
ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা