শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৪:২৬| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৫:২৬
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দিয়েছেন। এতে তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে এবং দীর্ঘদিন ভারতের কারাগারে আটক থাকতে হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সুখরঞ্জন বালি বলেন, “সাঈদী একজন ভালো মানুষ ছিলেন। তার জানাজায় আমি গিয়েছিলাম। অথচ আমাকে জোর করে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ২০১২ সালের ৫ নভেম্বর সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ আমাকে তুলে নেয়। এরপর টানা ২ মাস ১৭ দিন গুম করে রাখা হয়। পরে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয় এবং সেখানে আমাকে পাঁচ বছর কারাগারে থাকতে হয়।”

তিনি আরও জানান, এই ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে।

সুখরঞ্জন বালির আইনজীবী পারভেজ হোসেন বলেন, তার দাখিল করা অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, হায়দার আলীসহ মোট ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে ভারতের একটি কারাগারে তার অবস্থান পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দেশে ফিরে এসে অবশেষে প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করলেন তিনি।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীগঞ্জে সিএনজি স্টেশনে আগুন, আহত ১০, ক্ষতি ২০ কোটি টাকার 
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা