গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমিতির পরিচালকদের বিরুদ্ধে সিআইডির মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৩:৫৬| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৪:২৬
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, ব্যাংকের চেয়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে আল আকাবা সমবায় সমিতি প্রায় ১৩-১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। প্রথমদিকে সীমিত আকারে মুনাফা দিলেও পরে তা বন্ধ করে সমিতির পরিচালক ও কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দেয়।

মানিলন্ডারিং অনুসন্ধানে বেরিয়ে আসে, সংগৃহীত অর্থ দিয়ে সমিতির পরিচালকরা নিজেদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান খোলেন ও বিপুল সম্পত্তি কেনেন। এর মধ্যে জামালপুরে ১৫ একর জমির ওপর ‘আলফা অটো ব্রিকস’ নামে ইটভাটা, গাজীপুরে ৩৫০ শতাংশ জমির ওপর ‘আলফা ড্রেসওয়ার’ নামে গার্মেন্টস কারখানা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৯টি প্লটসহ ঢাকাসহ বিভিন্ন জেলায় মোট ৩১১৩ শতাংশ জমি ক্রয় করেন তারা।

প্রাথমিক তদন্তে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদারগঞ্জ থানায় মামলা (নং-১৪, তারিখ-২০/০৮/২০২৫) দায়ের করা হয়। মামলাটি দায়ের হয়েছে মানিলন্ডারিং আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২)(৪) ধারায়।

এ বিষয়ে সিনিয়র স্পেশাল জজ আদালত ইতোমধ্যে অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকাদেশ দিয়েছেন এবং বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে তারা নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস পেলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা