বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস পেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৪:৩৭| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৪:৫১
অ- অ+

‎অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম দুদক অভিযোগ প্রমাণ করতে না পারায় খালাসের এই রায় ঘোষণা করেন।

‎সেলিম ভূঁইয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ খালাসের তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সেলিম ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন

‎বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ঢাকার যাত্রাবাড়ীস্থ দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছিলেন।

‎২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

‎এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে চার কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে উল্লেখ করে এজাহারে বলা হয়, এর মধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

‎মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন আবদুল ওয়াদুদ। ২০২৩ সালের ২৪ অগাস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১০ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীগঞ্জে সিএনজি স্টেশনে আগুন, আহত ১০, ক্ষতি ২০ কোটি টাকার 
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা