ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৯:৩২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমাম ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করা হয়।

উমামা ফাতেমার নেতৃত্বাধীন প্যানেলের নাম স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূইয়া এবং এজিএস প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জাহেদ হোসেন।

এছাড়া অন্য পদে নির্বাচন করবেন- মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান), কমনরুম, রিডিংরুম ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা, আন্তর্জাতিক বিষয়ক নাফিজ বাশার (আলিফ), সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিদ হাসান, গবেষণা প্রকাশনা সম্পাদক সিয়াম হোসেন ইমন, ক্রিড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার (সাদিক), ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভির সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিসু।

এছাড়াও সদস্য পদে রয়েছেন- ববি বিশ্বাস, নওরীন সুলতানা তমা, আবির হাসান, রক্তবীজ অর্ক বড়ুয়া, রাফিউল হক রাফি, আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), সাদেকুর রহমান সানি, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, আবিদ আব্দুলাহ, মো. হাসান জুবায়ের (তুফান), মো. সজিব হোসেন, মো. শাকিল , নেওয়াজ শরীফ আরমান এবং আবিদ আব্দুলাহ।

ডাকসু হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি হল সংসদ নির্বাচনে হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি।

হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পি আর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: শায়খে চরমোনাই
তারেক রহমান শিগগিরই দেশে এসে রাজনীতির হাল ধরবেন: আলাল
রিয়েল সার্ভিস ও চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা