পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৯:৫৮
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (২১আগস্ট) কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার উদ্বোধন হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব . এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরদী শাখার উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

পরবর্তীতে রাজশাহী, পাবনা, বগুড়া নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপকেদের অংশগ্রহণে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হল, পাবনায় ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে সঠিক গ্রাহক নির্বাচনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণের পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অর্থবছরের শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সকলকে সততা নিষ্ঠার সাথে কাজ করারও পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে আদায় হার কাঙ্খিত পর্যায়ে উন্নীতকরণের পাশাপাশি খেলাপি ঋণ হ্রাস, শ্রেণিকৃত ঋণ কমানোসহ ব্যবসায়িক সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। চলতি অর্থবছরে শুরু থেকেই যথাযথ পরিকল্পনা প্রণয়ন কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত অর্জন নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পি আর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: শায়খে চরমোনাই
তারেক রহমান শিগগিরই দেশে এসে রাজনীতির হাল ধরবেন: আলাল
রিয়েল সার্ভিস ও চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা