নির্বাচনের রোডম্যাপ আগামী রবি-সোমবার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ১৯:৪১
অ- অ+

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবি-সোমবার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনার মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে বলে জানান তিনি।

মো. সানাউল্লাহ বলেন, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আজ দুপুর আড়াইটায় শুরু হয় ইসির ওই বৈঠক। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পি আর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: শায়খে চরমোনাই
তারেক রহমান শিগগিরই দেশে এসে রাজনীতির হাল ধরবেন: আলাল
রিয়েল সার্ভিস ও চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা