বিজিবি-২'র অভিযান: টেকনাফে কেওড়া বনে জালের ভেতর মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ২২:৫১| আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২২:৫৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে জেলের বেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল তিনটার দিকে টেকনাফ ব্যাটালিয়নের একটি টহল দল লেদা বিওপি–সংলগ্ন আলীখাল ঘাটের কাছে কেওড়া বাগানে দুই জেলেকে জাল হাতে ঘোরাফেরা করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে বিজিবি। উপস্থিতি টের পেয়ে তারা জাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জালের ভেতর বিশেষভাবে মোড়ানো একটি প্যাকেট থেকে ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, মাদকচক্রের সদস্যরা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার করছিল। পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

এর আগে মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে একলাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি-২।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৫৬, অস্ত্র-গ্রেনেড উদ্ধার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৬৫
লাগসই প্রযুক্তি ও শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার পরামর্শ
ভোলাগঞ্জে সাদা পাথর লুট: বিজিবি সদস্যদের জড়িত থাকার অভিযোগে তদন্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা