ভোলাগঞ্জে সাদা পাথর লুট: বিজিবি সদস্যদের জড়িত থাকার অভিযোগে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, ২২:৪৫
অ- অ+

সাম্প্রতিক সময়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনে রাজনৈতিক নেতা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় বিজিবির দায়িত্বে অবহেলার অভিযোগও ওঠে।

তবে বিজিবি জানিয়েছে, তারা সব সময় সীমান্ত সুরক্ষা, জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিয়মিতভাবে অবৈধ পাথর উত্তোলন ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এতে লক্ষ লক্ষ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত শত শত বারকি নৌকা, ট্রাক, বোমা-মেশিন, পাথর ভাঙার মেশিন জব্দের পাশাপাশি বহু ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি এক বিবৃতিতে বলেছে, কোনো সদস্য দায়িত্বে অবহেলা করলে বা অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিজিবি সদর দপ্তরে এ বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে।

ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় যদি কারও কাছে কোনো প্রমাণ থাকে, তবে তা বিজিবির ই-মেইল ([email protected])-এ পাঠানোর অনুরোধ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৫৬, অস্ত্র-গ্রেনেড উদ্ধার
বিজিবি-২'র অভিযান: টেকনাফে কেওড়া বনে জালের ভেতর মিলল ইয়াবা
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৬৫
লাগসই প্রযুক্তি ও শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার পরামর্শ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা