মিরপুরে কুখ্যাত চাঁদাবাজ ‘চা লিটন’ গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের কুখ্যাত চাঁদাবাজ লিটন ওরফে চা লিটন (৩৫) কে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন সনির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশের একটি সূত্র।
জানা গেছে, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের সাজ্জাদ রোমানের নেতৃত্বে এএসআই সানোয়ার ও এএসআই কামাল সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে মিরপুর এক নম্বর এলাকার কুখ্যাত এ চাঁদাবাজকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আসামি লিটনের বিরুদ্ধে পূর্বের চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এছাড়া তার নামে আরও একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন