ডাকসু নির্বাচনে প্রাথমিক ধাপে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা ৪৬২, ত্রুটিপূর্ণ ৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ০১:০৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমা দেয়া মনোনয়নপত্রের প্রাথমিক ধাপের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এতে জমা দেয়া ৫০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪৬২টি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। যাদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী রয়েছেন ৬২ জন। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্রের সংখ্যা ৪৭টি।

বৃহস্পতিবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।তিনি বলেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। ২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবে না কেউ। প্রচারণা শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে। উল্লিখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেইসাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, যাচাই-বাছাইয়ের প্রাথমিক ধাপ শেষে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, হল সংসদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১০৮ জন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন: তারেক রহমান
সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৫৬, অস্ত্র-গ্রেনেড উদ্ধার
বিজিবি-২'র অভিযান: টেকনাফে কেওড়া বনে জালের ভেতর মিলল ইয়াবা
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৬৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা