নারী উপদেষ্টাকে নিয়ে অভিনেতা স্বাধীন খসরুর কুরুচিপূর্ণ ভিডিও, শোবিজ মহলে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১৯:১১
অ- অ+

অভিনেতা স্বাধীন খসরু আবারও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অন্তবর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছেন। নেটিজেন থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরা তার এ আচরণকে ‘লজ্জাজনক’, ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানসিক বিকারগ্রস্ততার প্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে অভিনেতা হিমে হাফিজ ফেসবুক পোস্টে লিখেছেন, “অভিনেতা নামধারী স্বাধীন খসরু একজন নারীকে, যিনি বর্তমান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, অসম্মানিত করেছেন। তাকে অবিলম্বে শিল্পী সংঘ থেকে চিরতরে বহিষ্কার করতে হবে।”

অভিনেত্রী এলিনা শাম্মী বলেছেন, “স্বাধীন খসরু একজন নারী উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়েছেন। এভাবে তার আসল চরিত্র এবং মানসিক অবস্থা প্রকটভাবে প্রকাশিত হয়েছে। স্বাধীন, আপনি কোনো শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ।”

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, আপনার ষোলআনা লাভ হল। কারণ হুমায়ুন স্যারের কাজ করেও আপনি যতটুক না পরিচিত ছিলেন এখন তার চেয়ে বেশি। ভিডিওটি আপনার স্ত্রী এবং কন্যাকে উৎসর্গ করেন। অন্যায়ের প্রতিবাদ করবোই। তা ঘরে হোক আর বাইরে হোক।

নির্মাতা রাশিদ পলাশ লিখেছেন, খসরু স্বাধীন হয়ে গেছে। আসল খসরু খোলস ভেঙে বের হয়ে নারীর চুড়ান্ত অপমান অপদস্ত শুরু করেছে। এমন অসুস্থ,সাইকোপ্যাথ কোনদিন শিল্পী হতে পারে না। শিল্পী'র অভিনয় করা এই অসুস্থ সাইকোপ্যাথের জন্য ঘৃনা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির প্রফেসর মো. নজরুল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, স্বাধীন খসরু নামের একজন পরাধীন লোক যে কুৎসিত আচরণ করেছে সে জন্য তার বিচার হওয়া উচিত। একজন শিল্পী এত কুৎসিত হয় কিভাবে?

নেট দুনিয়ায় এই ঘটনার ব্যাপক নিন্দার ঝড় বইছে। নাটকপাড়া ও সাংস্কৃতিক মহলও তার এই আচরণ মেনে নিচ্ছে না এবং অভিনেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

শোবিজ অঙ্গনের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, এটাই প্রথম নয়। এর আগেও তিনি সামাজিক মাধ্যমে একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন। ২০২২ সালে রাজধানীর ফার্মগেটের আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে নিয়ে কটূক্তি করেছিলেন তিনি। এ ঘটনায় চলতি বছর নাজমুল তারেক মামলা দায়ের করেন, যেখানে স্বাধীন খসরু এজাহারনামীয় আসামি।

শিল্পী সমাজের প্রশ্ন—এমন কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী ও অসুস্থ মানসিকতার মানুষকে আর কতদিন শিল্পীর খাতায় গণ্য করা হবে?

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক
খুলনায় বোট-ফেরি সংঘর্ষে ৩ জন নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা