নিউরোসাইন্স এলাকার ফার্মেসিতে র‍্যাবের অভিযান, চার দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১৩:৩১
অ- অ+

রাজধানীর আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ফার্মেসি এবং অধিক মূল্যে ঔষধ বিক্রির দায়ে চারটি দোকানকে জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ তপু।

তিনি জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ দালালচক্র নিউরোসাইন্স হাসপাতালের সামনে অবৈধ ফার্মেসি স্থাপন করে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে এক সেবাগ্রহীতার সরাসরি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এদিন অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান নেতৃত্ব দেন। তিনি চারটি ফার্মেসিকে অধিক মূল্যে ঔষধ বিক্রি ও অবৈধভাবে দোকান স্থাপনের অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি, হাসপাতাল এলাকায় জনস্বার্থে এবং নির্বিঘ্ন সেবা নিশ্চিতে দোকানগুলো মেইন রোড থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

র‌্যাব-২ জানিয়েছে, সাধারণ জনগণকে প্রতারণা ও ভোগান্তি থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, একই পরিবারের ৪ জনের মৃত্যু
মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
রাজধানীর বাজারে সবজির লাগামহীন দাম, চাপে ক্রেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা