চীন যাচ্ছেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১৩:১৭
অ- অ+

আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। সফরে তিনি এনসিপির আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার প্রতিনিধি দলটি ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে। পরে ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন।

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেনদলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, একই পরিবারের ৪ জনের মৃত্যু
মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
রাজধানীর বাজারে সবজির লাগামহীন দাম, চাপে ক্রেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা