‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে নির্মম মারধর, একজন নিহত

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১৯:৪৮| আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৯:৫৩
অ- অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে নির্মমভাবে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মো. রিহান মহিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিহান তার দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাতকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে পরিকল্পিতভাবে ৭-৮ জন যুবক তাদের ধাওয়া দেয়। পরে তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে সেতুর ওপর বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। কিশোরদের ‘চোর’ আখ্যা দিয়ে পেটালেও বাস্তবে তা সঠিক নয় বলে ধারণা করছে এলাকাবাসী।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুপুরে নিহত রিহানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “তিন কিশোর বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিল। কেন এ ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। মূল হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

তিনি আরও জানান, একই গ্রামের যুবকেরা জড়িত থাকায় এটিকে সাধারণ গণপিটুনি নয়, বরং শত্রুতা বা বিরোধের জের ধরে পরিকল্পিত হামলা হতে পারে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা