সাতক্ষীরায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি

পুনরায় সাতক্ষীরা জেলায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের জোর দাবি জানিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম।
শুক্রবার ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জেলা সীমান্তবর্তী, কৃষিনির্ভর ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত।
ফোরাম জানিয়েছে, ২০০৬ সালে জেলাটির ৫টি আসন কমিয়ে ৪টি করা হয়। এতে জেলার অভ্যন্তরীণ উন্নয়ন ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিনিধিত্বে নেতিবাচক প্রভাব পড়েছে। ফোরামের প্রস্তাবিত ৫টি আসন হলো: সাতক্ষীরা‑১ (তালা ও কলারোয়া), সাতক্ষীরা‑২ (সাতক্ষীরা সদর), সাতক্ষীরা‑৩ (দেবহাটা ও কলিগঞ্জ), সাতক্ষীরা‑৪ (আশাশুনি) ও সাতক্ষীরা‑৫ (শ্যামনগর)।
ফোরামের আহ্বায়ক ইকবাল মাসুদ বলেন, “কম আসনের কারণে জেলার সমস্যা ও সম্ভাবনার যথাযথ প্রতিনিধিত্ব হচ্ছে না। ৫টি আসন পুনর্বহালে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
ফোরামের অন্য সদস্যরাও জানিয়েছেন, পুনর্বিন্যাস করলে জেলার প্রশাসনিক কার্যকারিতা ও জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর আরও কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাতক্ষীরার চিংড়ি, আম এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু অনুপযুক্ত সাংসদীয় বিভাজনের কারণে সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না।
এজন্য ফোরাম অবিলম্বে ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

মন্তব্য করুন