যারা দেশকে ভালোবাসে, তারা সন্ত্রাস-চাঁদাবাজিতে জড়াতে পারে না: সেলিম প্রধান

বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা ও মুক্ত মনুষ্যত্ব সংগঠনের সভাপতি সেলিম প্রধান বলেছেন, যারা দেশকে ভালোবাসেন তারা কখনও কোনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতিতে জড়াতে পারেন না। যারা এসবের সঙ্গে যুক্ত হয় তাদের দুনিয়া ও আখিরাতে কোথাও জায়গা হবে না।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ২১ নম্বর সেক্টরের (লাল মাটি) লেকপাড় এলাকায় বৃক্ষরোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম প্রধান আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের রূপগঞ্জে থাকতে দেওয়া হবে না। দল-মত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে অপরাধমুক্ত করবো। এতে যত বাধাই আসুক না কেন প্রতিহত করা হবে।”
তিনি এসময় সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্ত মনুষ্যত্ব সংগঠনের পরিচালক মোহাম্মদ রনি মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ভূইয়া রিদ্বীন, মুক্ত মনুষ্যত্ব সংগঠনের সদস্য সৌরভ অনিক, আকাশ মিয়া, হৃদয়, সোহান, আসিফ প্রমুখ।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএম)

মন্তব্য করুন