মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা কালাচান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কিশোর গ্যাং “চান গ্রুপ” এর প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এতে রায়েরবাজার ইদ্রিস খান রোডের ক্যান্সার গলি থেকে কালাচানকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল ইসলাম।
এসআই নাজমুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান গ্রুপের নেতা কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরপর অভিযান চালিয়ে তাকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, কালাচান ছাড়াও গ্রুপের আরও সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত; তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।”
জানা গেছে, কালাচানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি রায়েরবাজারে চান গ্রুপ পরিচালনা করতেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই গ্রুপ নিয়মিতই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন।
(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএম)

মন্তব্য করুন