সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে, কী হলো তার?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ১৯:১০| আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:২০
অ- অ+

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি) চিকিৎসাধীন।

কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল ১১টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে খায়রুল হককে পিজিতে আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধাীন আছেন তিনি।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

এ বি এম খায়রুল হক ছিলেন বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় দেওয়া এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা মৌলিক অধিকার, উচ্চশিক্ষা নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
কারওয়ান বাজারে এডিসিকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে নাট্যপরিচালক জামাল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নির্বাচন নিয়ে সংশয় কাটাতে সরকারের দৃঢ় ইচ্ছাই গুরুত্বপূর্ণ: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা