ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৪| আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫:৫৬
অ- অ+

হজ ও ওমরাহ যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে সতর্কতা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। অনুমোদিত এজেন্সি ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ প্রচার করছে। এভাবে তারা সরল বিশ্বাসী যাত্রীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি বছর অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করা হয়। তাই কোনো অর্থ লেনদেনের আগে লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য এজেন্সির তালিকা যাচাই করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এজেন্সির বাইরে অর্থ লেনদেন করলে যাত্রীরা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে পড়বেন। তাই সতর্ক থাকার পাশাপাশি প্রতারণামূলক কার্যক্রম দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় নতুন এসপি
পুলিশের শীর্ষ ৫২ কর্মকর্তাকে বদলি
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনের উৎকর্ষের মাধ্যমে বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা