বিয়ের ১২ বছর পর একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৬| আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৩:৩৪
অ- অ+

যশোরে বিয়ের ১২ বছর পর শামিম ও সম্পা দম্পতির ঘরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এই আনন্দ এখন দুঃখের ছায়ায় ঢেকে গেছে। চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা গেছে এবং আরেকজন গুরুতর অসুস্থ।

শামিম-সম্পা দম্পতি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সম্পা বেগম চার কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানান, মৃত নবজাতকের ওজন ছিল ১.৮ কেজি, আর গুরুতর অসুস্থ শিশুটির ওজন ১.৯ কেজি। বাকি দুই শিশুর ওজন ১.৫ কেজি এবং তারা সুস্থ রয়েছে। মা সম্পা বেগমও বর্তমানে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে শামিমকে বিদেশ পাঠানোর জন্য জমি বন্ধক রাখা হয়েছিল। তবে দালালের প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু হারান। দেড় মাস আগে দেশে ফিরে এসেও শামিম বেকার। ফলে অভাবের সংসারে চার নবজাতকের যত্ন নেওয়া পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন জানান, মৃত শিশুর পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুরও চিকিৎসায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ঘটনার পর যশোর জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রবিবার (২৪ আগস্ট) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা নবজাতকদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে এবং পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কৃতির মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা
৬ জেলায় নতুন ডিসি
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা