ব্রেইল পদ্ধতিতে ভোটদানের সুযোগ থাকছে ডাকসুতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ থাকবে। এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে।
চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বলা হয়, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে কিছু সংখ্যক ব্যালট পেপার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই যে সব শিক্ষার্থী বা ভোটার ব্রেইলে ভোটদানে ইচ্ছুক, তাদেরকে কেন্দ্রীয় ছাত্রসংসদের জন্য নির্বাচন কমিশন বরাবর এবং হল সংসদের জন্য আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এর মধ্যে আবেদন অথবা সরাসরি যোগাযোগ করতে হবে বলে জানায় নির্বাচন কমিশন।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এএইচ)

মন্তব্য করুন