টাঙ্গাইল-৮: কাদের সিদ্দিকী বনাম আজম খান লড়াই !

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৬:৫৩
অ- অ+

আগামী বছর ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েকটি দল এ সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে নেতিবাচক অবস্থান নিলেও বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরে করে যাচ্ছে কেউ কেউ। দেশের বড় দল বিএনপির নেতারা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়েই প্রায় সারাদেশে শুরু করে দিয়েছেন দলের মনোনয়ন লড়াই।

দেখা যাচ্ছে প্রায় সব আসনেই বিএনপির একাধিক মনোনয়ন-প্রত্যাশী থাকলেও, কোনো কোনো আসনে উত্তাপহীন এই মনোনয়ন লড়াই। কারণ এসব আসনে কে পাবেন মনোনয়ন, তা মোটামুটি এখনই নিশ্চিত।

তেমনই একটি আসন টাঙ্গাইল-৮। সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী আছেন তিনজন। তাদের একজন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। অন্যরা হলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা নাসিম এম খান।

তবে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে মোটামুটি নিশ্চিত, আহমেদ আজম খানই পাবেন এই আসনে বিএনপির মনোনয়ন। ২০০১ ও ২০০৮ সালেও বিএনপির মনোনয়নে তিনি নির্বাচন করেন এখানে।

তাই আজম খানের বাইরে টাঙ্গাইল-৮ আসনের আলোচনা অন্যখানে। এই আসনে বরাবরের প্রার্থী বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত-সমালোচিত রাজনীতিক বঙ্গবীর কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তি বীর। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে যার গেরিলা দলকে বলা হতো কাদেরিয়া বাহিনী। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এক নামেই চেনে সারা দেশের মানুষ। সেই কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮।

আগামী নির্বাচনে এই আসনে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির হয়ে লড়বেন আহমেদ আজম খান। একজন পোড় খাওয়া বিএনপি নেতা, দলের কেন্দ্রীয় পর্যায়েও তার অবস্থান বেশ শক্ত। টাঙ্গাইলের রাজনীতিতে তার দীর্ঘদিনের পদচারণ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় বেশ সক্রিয় আহমেদ আজম খান। দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি।

কেমন হতে পারে কাদের সিদ্দিকী বনাম আহমেদ আজম খানের ভোটযুদ্ধ? দেখে নেওয়া যাক টাঙ্গাইল-৮ আসনের আগের নির্বাচনগুলোর চিত্র।

১৯৯১ সালে এই আসনে বিএনপির টিকেটে নির্বাচিত হয়েছিলেন করটিয়া জমিদার পরিবারের উত্তরসূরি হুমায়ুন খান পন্নী। তিনি পেয়েছিলেন ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বিএনপি আর কখনো জয় পায়নি। পরের নির্বাচনগুলোতে বিএনপির ভোটও ছিল কম।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে ৬২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন কাদের সিদ্দিকী। সেবার বিএনপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ২২ শতাংশ। কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেলে সংসদ সদস্যপদ হারান। উপনির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থীর কাছে। এ সময় নিজেই গঠন করেন নতুন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক চেয়ে নেন গামছা।

২০০১ সালের জাতীয় নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে 'গামছা' প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী। সেবার ভোট পেয়েছিলেন ৪২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে সেবার প্রথমবারের মতো বিএনপির হয়ে নির্বাচন করেন আহমেদ আজম খান। ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন তিনি। প্রায় ২৯ শতাংশ ভোট নিয়ে তার ঠিক ওপরে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী।

২০০৮ সালের নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে বিএনপির আহমেদ আজম খান ২৭ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন। সেবার কাদের সিদ্দিকী নেমে যান তৃতীয় স্থানে, ভোট পেয়েছিলেন ১৬ শতাংশ।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাই মূল লড়াইটা হবে কাদের সিদ্দিকী ও আহমেদ আজম খানের মধ্যে।

এই নির্বাচনী এলাকায় কাদের সিদ্দিকীর সবচেয়ে বড় শক্তি হলো তার মুক্তিযোদ্ধা পরিচয় এবং ব্যক্তিগত ক্যারিশমা। এখানকার সাধারণ মানুষের কাছে রয়েছে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা। তবে তার দুর্বলতার দিকটিও স্পষ্ট। তার দল কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক ভিত্তি বিএনপির মতো ততটা শক্তিশালী নয়।

অন্যদিকে, আহমেদ আজম খানের প্রধান শক্তি হলো বিএনপির দলীয় ভোটব্যাংক। টাঙ্গাইল-৮ আসনে বিএনপির একটি শক্তিশালী অবস্থান আছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে ছিলেন আহমদ আজম খান। সরকারের নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। এই আসনের সাধারণ মানুষের কাছেও নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন তিনি।

সব মিলিয়ে, টাঙ্গাইল-৮ আসনের আগামী নির্বাচনী লড়াই জমজমাট হবে বলে মনে করছেন স্থানীয় মানুষ।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা
‘জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার’
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা