পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ২২:১২
অ- অ+

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

রবিবার রাত ৭টায় বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আসেন।

বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিন এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী প্রভৃতি বিষয় নিয়ে আলাপ হয়েছে। দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। একজন আরেকজন কুশুল বিনিময় করেছেন। ম্যাডামের সুস্থতার কামনা করেছেন।’

৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ছিলো এই সাক্ষাতে।

পরে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ম্যাডামের সাথে দেখা করেছেন তার সঙ্গে কুশল বিনিময় করেছেন।

ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য তিনি মূলত এসেছিলেন। উনার আশু আরোগ্য কামনা করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষে থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বলে জানান তিনি।

২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছিলেন।

শনিবার দুইদিনের সফরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকায় অবস্থান কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন তিনি।

বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দের সাথেও আলাদা আলাদা বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা