ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার চালু, যানজট নিরসনে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, ১৪:২৩
অ- অ+

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ অংশের উদ্বোধন করেন।

নতুন চালু হওয়া এক্সপ্রেসওয়ের এ অংশে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। এছাড়া এ অংশে কোনো ইউটার্ন থাকবে না। যানবাহনের ধরন অনুযায়ী আলাদা টোল নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “বড় শহরগুলোতে এ ধরনের বাইপাস নির্মাণ করতে হবে, যাতে যানজট কমানো যায়। তবে আমাদের খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রযুক্তি বাড়াতে হবে। যাতে বছর বছর রাস্তা নষ্ট না হয়। আমরা প্রতিদিনই অভিযোগ পাই বিভিন্ন অঞ্চলের রাস্তা খারাপ হয়ে যাওয়ার বিষয়ে। প্রকৌশলীরা চাইলে নির্মাণ খরচ ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন।

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। এরইমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে ২০২৬ সালের জুন মাসে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার দায়ে বাতিল হচ্ছে জুলিয়াস সিজারসহ দুজনের প্রার্থিতা
ঢাবিতে বিএনপি নেতা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহন
আসছে ভিভোর নতুন ভি৬০: থাকছে টেলিফটো প্রযুক্তি
খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা