গাইবান্ধা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপি'র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতির জড়িত থাকা নিশান মোটা অংকের অর্থের বিনিময়ে বিএনপির পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জেবি

মন্তব্য করুন